Monday, July 27, 2009

Download the songs video

Age jodi jantam re bondo
http://www.mediafire.com/file/wqvmlzjnm0m

Nithuya pathre
http://www.mediafire.com/file/znmn2ynwyhj

Sonaro pakonker ghore
http://www.mediafire.com/file/hwgyy2yvw0c

Sonai hai re
http://www.mediafire.com/file/zkrmnymezyt

Sonar moyna pakhi
http://www.mediafire.com/file/oddwn42nlny

Friday, June 12, 2009



Lyrics of 'Nithua Pathare'
নিথুয়া পাথারে (মনপুরা)কণ্ঠ :
কণ্ঠ : ফজলুর রহমান বাবু

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।

চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ ।

অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ ।

প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর ।।

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাইতোল বন্ধু আমার কেহ নাই ।।









Lyrics of 'Jao Pakhi Balo Tare
'যাও পাখি বলো তারে (মনপুরা)



সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে ।।


বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা

মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা ।।

যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোর
সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে ।।











Lyrics of 'Amar Sonar Moyna Pakhi

'আমার সোনার ময়না পাখি (মনপুরা)
কথা ‌ও সুর: মোহাম্মদ ওসমান খান
কন্ঠ: অর্ণব



আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।


সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।


দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।


যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।




Lyrics of 'Age jodi jantam re bondhu

'আগে যদি জানতাম রে বন্ধু (মনপুরা)



আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।


উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।



পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।



আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।









Lyrics of 'sonai hay hayre'

সোনাই হায় হায়রে (মনপুরা)
সুর : সংগ্রহ




কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।




ফুল কান্দে পাখি কান্দে
কান্দে গাঙের পাড়
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জারে জার ।।



বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রেসোনাই হায় হায়রে ।।